ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নগরীর সিএমপি ইপিজেড থানার অভিযানে চুরি যাওয়া মালামাল সহ সুমন ডার্বি গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 21, 2024 - 2:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রামের নগরীর সিএমপির ইপিজেড থানাধীন সিইপিজেডস্থ টিম এ্যাপারেলস নামক ফ্যাক্টরির জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা চোরেরা ফ্যাক্টরিতে প্রবেশ করে (১) সিলিং ফ্যান ৪০ টি, (২) সুইং মেশিন হেড ৩০ পিস, (৩) সুইং মেশিনের মোটর ৩০ পিস, (৪) ইলেকট্রিক ওয়্যার ৪,০০০ মিটার চুরি করে নিয়ে যায়।

বাদির এরুপ অভিযোগের ভিত্তিতে টাকাসহ সর্বমোট ৬,৩০,০০০(ছয় লক্ষ ত্রিশ হাজার) টাকার মালামাল চুরি করিয়া নিয়া যায় মর্মে বাদী ইপিজেড থানায় লিখিত এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ ইপিজেড থানার মামলা নং-৬, তারিখ-২০/০১/২০২৪ ইং, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।

মামলার প্রেক্ষিতে সহকারী পুলিশ কমিশনার (বন্দর) জোন জনাব মোঃ মাহামুদুল হাসান এর দিক নির্দেশনায়, ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জামাল উদ্দিন এর নেতৃত্বে, এসআই/ মোশারফ হোসেন, এএসআই/ শরিফুল ইসলাম, এএসআই/ শামছুদ্দিন, এএসআই/ ইমাম হোসেন নগরীর চাদগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মোঃ সুমন ডার্বিকে আটক করেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানাধীন দক্ষিন মধ্যম হালিশহর টেকের মোড় রেলবিট মাহাবুব কলোনী থেকে ৩০ টি সিলিং ফ্যানের বডি, ৮৭ টি সিলিং ফ্যানের ডানা (ব্লেড), ১২ টি মোটর, ১০ ব্যাটারিসহ আরো কিছু চোরাই মালামাল উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশী পাহারায় বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।