তাহিরপুরে উপজেলা পরিষদ নির্বাচনের গণসংযোগ করলেন মিঠু পাল
সুনামগঞ্জ প্রতিনিধি:সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই তাহিরপুরে উপজেলায় শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। ইতোমধ্যে তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজার এলাকায় উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী(মনোনয়ন)প্রত্যাশী লন্ডন প্রবাসী মিঠু পাল,সাধারণ মানুষের কাছে দোয়া ও প্রার্থনা করে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় আজ ২০শে জানুয়ারি শনিবার বিকালে তাহিরপুর উপজেলার কাউকান্দি বাজার,নতুন বাজার,শ্রীপুর বাজার,ও মন্দিয়াতা হাটখলা বাজারে এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করে গণসংযোগ করেছেন,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান(মনোনয়ন)প্রত্যাশী শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত,গোপিকা পালের ছেলে,লন্ডন প্রবাসী মিঠু পাল।
মিঠু পাল,গণসংযোগ শেষ করে শ্রীপুর বাজার আওয়ামীলীগ অফিস কার্যালয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নের (সাবেক)চেয়ারম্যান নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি’সামনুর আখন্জির সঞ্চালনায়,তাহিরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান(মনোনয়ন)প্রত্যাশী মিঠু পাল,সংক্ষিপ্ত আলোচনা সভায়,প্রধান অতিথির বক্তব্য বলেন,আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে এবার তিনি(মনোনয়ন)প্রত্যাশা করছেন।
মিঠু পাল বলেন,আমি এলাকার সন্তান আপনাদের সন্তান আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে আমার একটাই দাবি,আমি তাহিরপুর উপজেলার
গরীব দুখী সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চাই।
আপনারা হয়তো জানেন,আমি বিগত ২০ বছর যাবত লন্ডনে ছিলাম।আমার আর প্রবাস জীবন ভালো লাগেনা, এজন্য লন্ডন থেকে ছুটে এসেছি দেশে এবং তাহিরপুর উপজেলা মানুষের পাশে থেকে বাকি জীবন সময়টুকু সেবা করে কাটাতে চাই।আপনারা আমাকে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দান করুন।
তিনি আরও বলেন সুনামগঞ্জ ১- আসনের নবনির্বাচিত এমপি এডভোকেট রনজিত সরকার দাদার কাছে যদি আপনারা আমার বিষয়ে মেসেজের মাধ্যমে গনগন রিকুয়েষ্ট করেন।
তাহলে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে(চেয়ারম্যান)পদে দলের সমর্থন আশা করছি।
সেই সাথে আমি তাহিরপুর উপজেলার সকল মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে চাই,এবং ভবিষ্যতেও যতদিন পৃথিবীতে বেচে থাকব,মানুষের উন্নয়নে অবদান রেখে যাবো।