ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় ইলেক্টিক মিস্ত্রীর আত্মহত্যা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 21, 2024 - 2:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

বাঘা(রাজশাহী)প্রতিনিধি:রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তপুর মধ্যপাড়া এলাকায় তুহিন আলী (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের একটি আম বাগানে এ ঘটনা ঘটে।

তুহিন একই এলাকার মোঃ মনিরুল ইসলামের ছেলে। দেড় বছর বয়সী এক পুত্র সন্তানের পিতা তিনি। পেশায় একজন ইলেক্টিক মিস্ত্রী।

নিহতের ছোট ভাই সোহাগ জানান, দুপুর দুইটার পর থেকে আমার বড় ভাই তুহিন কে বেশ কয়েক বার ফোন দিচ্ছি কিন্তু সে ফোন রিসিভ করছে না। পরে বেলা সাড়ে ৩ টার দিকে লোক মুখে শুনে বাড়ির পাশের আম বাগানে গিয়ে দেখি গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। পরে স্থানীয় দের সহায়তায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে নিয়ে আসি। পরে মেডিকেল থেকে ডাক্তার বলে সে মারা গেছে।

স্থানীয় ভাবে জানা যায়, তুহিন ইলেক্টিক মিস্ত্রী হওয়ার সুবাদে এলাকার অনেকেই বিদ্যুৎ বিলের টাকা তার মাধ্যমে অফিসে পাঠায়। কিন্তু সে প্রায় ১০-১২ গ্রাহকের বিল পরিশোধ করেনা, এতেকরে কয়েকজন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ অফিস। ভুক্তভোগী গ্রাহকরা এ বিষয়ে তাকে আজ দুপুরে বাসায় খোঁজ করতেও আসে। তাকে না পেয়ে তারা চলে যায়। এবং সুদ সহ বিভিন্ন মাধ্যম দিয়ে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা দেনা রয়েছে তার।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন,আমরা খবর পেয়ে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত তদন্ত করে জানাতে পারব।