হাতীবান্ধায় বিজিবির শীতবস্ত্র বিতরণ
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা-২ ব্যাটালিয়ন ৬১ বিজিবির উদ্যোগে সীমান্তে চোরাচালান প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা শেষে ৩শ’ অসহায় ও দুস্থদের মাঝে কম্বল ও জ্যাকেট বিতরণ করা হয়। সোমবার বিকেলে উপজেলা জোত বাড়াইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিস্তা-২ ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুৃম পিএসসি ইন্জিনিয়ার।
বিশেষ অতিথি হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন,হাতীবান্ধা থানার এসআই মঈনুল ইসলাম, গেন্দুকুড়ি বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আওরঙ্গজেব ও টংভাঙ্গা ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কিশোব চন্দ্র প্রমুখ।