ঝিকরগাছায় পুলিশের অভিযানে মাদকসহ ১৫জন আসামি আটক
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা থানাধীন এলাকা থেকে ১৩জন গ্রেফতারি পরোয়নাভুক্ত আসামি ও দুইজনকে মাদকসহ আটক করেছে পুলিশ।
সোমবার রাতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকা থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ মোহব্বত শেখ, আকলিমা বেগম, শাহানাজ পারভীন, মোছাঃ ইরানী খাতুন, রিনা (৩৯), রাশিদা বেগম, মোঃ মশিয়ার রহমান বিশ্বাস, মোঃ জুয়েল রানা, রনজু মিয়া, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আজিজুর রহমান @ রাব্বী, মোঃ আমির হোসেন, আরিফুর রহমান বাপ্পি, শওকত আলী(৬০), মোঃ নূর বক্স(৫৬)।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, সংগীয় ফোর্স নিয়ে কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করি। এদের বাড়ি ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকায়। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটক আসামীদের বিশেষ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।