ঢাকা | জানুয়ারী ১৭, ২০২৫ - ১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পুনাকের উদ্যোগে সাঁওতাল জনগোষ্ঠী ওপ্রান্তিক মানুষের মাঝে চিকিৎসাসেবা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 23, 2024 - 6:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

মোঃ নাসিম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:-বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষ কে চিকিৎসাসেবা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মির্জাপুর কলেজ মাঠে সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষ কে চিকিৎসাসেবা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।

এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিম আমিন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল হাসান,সহ পুনাকের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুনাক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদা নুপুর।
অনুষ্ঠানে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, পুনাক সারা বছর বিভিন্ন সময়ে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষকে সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় নাচোল উপজেলার মির্জাপুরে সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষ কে চিকিৎসাসেবা ও ১৩শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়।

তিনি সাঁতাল সম্প্রদায়ের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে পুনাক সভানেত্রী সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষেরর হাতে শীতবস্ত্র তুলে দেন।

এর আগে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রান্তিক মানুষের মাঝে ৮টি বুথে মোট ১৭জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন।