ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী আজ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 25, 2024 - 8:01 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার

মুরাদ মিয়া,সুনামগঞ্জ : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর।আজ ২৪ জানুয়ারি বুধবার(নবম)মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে।

সুনামগঞ্জ জেলা,তাহিরপুর উপজেলাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন,তাহিরপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক মোঃ এনামুল হক এনাম।

তাহিরপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক মোঃ এনামুক হক এনাম বলেন,২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো।

এসময় তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুর চার দিন পর ২৮ জানুয়ারি তার লাশ দেশে আনা হয়। ওই দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

পরিশেষে আমি মহান আল্লাহ তায়ালা’র কাছে দুহাত তুলে দোয়া করি।বিএনপির প্রতিষ্ঠাতা (সাবেক)প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও চেয়ারপারসন(সাবেক)প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো কে আল্লাহ পাক যেন জান্নাত বাসি করেন।

আমীন?