ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে প্রাণ গ্রুপের অটোমিল পরিদর্শনে প্রতিযোগিতা কমিশনের উপ সচিব

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 25, 2024 - 2:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:চালের বাজার নিয়ন্ত্রনে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ আরএফএল গ্রুপের ফুলবাড়ী বঙ্গমীলাস ফেক্টোরীসহ বিভিন্ন মিল ও চালের আড়ত পরিদর্শন করেছেন প্রতিযোগিতা কমিশন।

বুধবার দুপুর থেকে বিকেল প্রর্যন্ত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক (উপ-সচিব) আবি আব্দুল্লাহ, উপজেলার রাঙ্গামাটি প্রাণ আরএফএল গ্রুপের বঙ্গমীলাস ফ্যাক্টারী এবং মির্জা আটো মিল পরিদর্শন করেন। এসময় দিনাজপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুব উল করিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক (উপ-সচিব) আবি আব্দুল্লাহ বলেন, প্রধান মন্ত্রীর নিদের্শনা অনুযায়ী অবৈধ্য চাল মজুতদারদের বিরুদ্ধে সারাদেশে প্রতিযোগিতা কমিশনের অভিযান চলছে । একই সাথে মীল মালিকদের সচেতনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপের বঙ্গমীলাস অটোরাইসমীল পরিদর্শন করা হয়েছে। পরিদর্শণ শেষে সন্তোষ প্রকাশ করে সরকারী নির্দেশনা মেনে চাল উৎপাদন ও বাজার জাত করার জন্য সকল মীল মালিকদের তিনি আহবান জানান।
এসময় বঙ্গমীলাসের মহা-ব্যবস্থাপক জাকারিয়া হোসেনসহ বঙ্গমীলাসের পদস্থ কর্মকর্তাগণ বঙ্গমীলার ফ্যাক্টারীর বিভিন্ন ইউনিট ঘুরে পরিদর্শন করেন।

বঙ্গমীলাসের মহা-ব্যবস্থাপক জাকারিয়া হোসেন বলেন, সরকারী নিয়মানুযায়ী একটি মীলে এক মাসের প্রয়োজনীয় ধান ও ১৫ দিনের চাল মজুদ রাখার নিয়োম থাকলেও বঙ্গমীলাসের মজুদ তার থেকেও অনেক কম রয়েছে।

অপরদিকে ওই দিন বিকেলে ফুলবাড়ী সরকারী কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অবৈধ্য চাল মুজদদারদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য মতবিনিময় সভা করেন প্রতিযোগিতা কমিশন।