ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বেইস রাঙ্গুনিয়া গণবিদ্যালয়ে বেসিক ট্রেড কোর্স পরীক্ষা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 27, 2024 - 11:25 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদক:বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষাতামান বেসিক শিক্ষাকার্যক্রম ৩ ও ৬ মাস মেয়াদি তাত্ত্বিক পরীক্ষা বেইস রাঙ্গুনিয়া গণবিদ্যালয়সহ দুটি কেন্দ্রে শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৬৬ জন শিক্ষার্থী বিভিন্ন ট্রেডে অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা একাডেমিক

সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ সম্পাদক জগলুল হুদা, সংবাদকর্মী ইসমাইল হোসেন। পরীক্ষায় কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন গণবিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আলম।

তিনি জানান, চাষি গণ বিদ্যালয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে রাঙ্গুনিয়ার একমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের নানা কারিগরি ট্রেডে ৩ মাস ও ৬ মাস মেয়াদে সাধারণ, কর্মজীবি, চাকুরীজীবীসহ নানা বয়সের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পরবর্তী দুটি কেন্দ্র পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষাবোর্ড প্রণীত সনদ প্রদান করা হয়। যা শিক্ষার্থীরা অর্জন করে নিজেদের কর্মজীবনে সফলতা বয়ে আনতে পারেন। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।