ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় ১৬ মাস বয়সী বাচ্চা টিউবওয়েলের ব্যবহারিত পানির খাদে পরে মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 29, 2024 - 2:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 31 বার

মো.লায়ন ইসলাম খানসামা দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় টিউবওয়েল এর ব্যবহারিত পানি ফেলা খাদে ১৬ বছর বয়সী নেহা রায় নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৯ জানুয়ারী ) সকালে ১১টায় উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নে ধনুশা পাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত নেহা রায় ওই গ্রামের দ্বীপেন রায় এর মেয়ে।

স্থানীয় লোকজন জানায়, নেহার বয়স মাত্র ১৬ মাস কিবল হাটা শুরু করছে। তার মা কাজে ব্যাস্থ থাকায় হাটতে হাটতে টিউবওয়েল পারে আসে, পরে খাদে এসে পরে যায়। কিছুক্ষন খোঁজার পর নেহা কে দেখতে পায় খাদে পরে আছে সেখান থেকে দ্রুত উঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন, আমি এবং আমার অত্র পরিষদের চেয়ারম্যান গিয়েছিলাম শোক সন্তপ্ত পরিবারেকে সমবেদনা জানাতে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার,শীতবস্ত্র, নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাহারুল ইসলাম বলেন, এটি একটি অপমৃত্যু আমার পুলিশ সদস্য গিয়ে সমবেদনা জানায় পরিবার কে । সকলে সন্তানদের নজরে রাখবেন, পানিতে ডুবে মৃত্যু রোধে সতর্কতা অবলম্বন করবেন।