ইতালিতে এম কে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :২৮ শে সেপ্টেম্বর অনলাইন টেলিভিশন চ্যানেল এম কে টেলিভিশন সফলতার সাথে ৮ বছর পার করে ৯ বছরে পদার্পণ উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো ইতালি দর্শক ফোরাম। ইতালির ত্রেভিজো শহরে একটি রেস্তোরাঁ বারে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত সকলে এম কে টেলিভিশনের সফলতা কামনা করে শুভেচ্ছা জানান। সে সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রেভিজো শহরের বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি ব্যাক্তিত্ব শেখ নিরব ,
আনোয়ার হোসেন দুলাল, মোহাম্মদ নূরু মিয়া, ভিপি বুলবুল , ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি ও এম কে টেলিভিশনের ইউরোপ ব্যাুরো প্রধান এসকে এমডি জাকির হোসেন সুমন , ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল , সহ দপ্তর সম্পাদক ও এম কে টেলিভিশনের ইতালি নর্থ প্রতিনিধি রফিকুল ইসলাম সবুজ ও সহ প্রচার সম্পাদক অহিদুল ইসলাম মাসুদ প্রমূখ ।