ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইলন মাস্ককে হটিয়ে শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, February 1, 2024 - 3:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 97 বার

মো. নাসির, নিউ জার্সি প্রতিনিধিঃ টেসলা ও টুইটারের কর্ণধার ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী এখন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। বর্তমানে বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার মোট ২০৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক। মার্কিন ব্যবসায়িক সাময়িকী ফোর্বসের বরাতে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
>>
>> ফরাসি বিলাসবহুল শৌখিন পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান ও সিইও বার্নার্ড আর্নল্ট। শুক্রবার আর্নল্টের নেট সম্পদ টেসলার সিইওর মাস্কের ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলারকে ছাড়িয়ে গেছে। ২০২৩ সালে আর্নল্টের সম্পদের ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বাড়লেও মাস্কের ১৮ বিলিয়ন ডলারের বেশি কমেছে।                                                                                 ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
>>
>> ফোর্বস তালিকায় শীর্ষ দশে থাকা নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। ১১তম স্থানে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি অর্থাৎ তিনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলার। ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি রয়েছেন তালিকার ১৬তম স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ৭৯ দশমিক ২ বিলিয়ন ডলার।                                                                                               ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ারদের তালিকায় বিশ্বের শীর্ষ ১০ জন ধনীর মধ্যে রয়েছেন :                                                                                                     ১। বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার (২০৭.৬ বিলিয়ন ডলার);
>>
>> ২। ইলন মাস্ক (২০৪.৭ বিলিয়ন ডলার);
>>
>> ৩। জেফ বেজোস (১৮১.৩ বিলিয়ন ডলার);
>>
>> ৪। ল্যারি এলিসন (১৪২.২ বিলিয়ন ডলার);
>>
>> ৫। মার্ক জাকারবার্গ (১৩৯.১ বিলিয়ন);
>>
>> ৬। ওয়ারেন বাফেট (১২৭.২ বিলিয়ন ডলার);
>>
>> ৭। ল্যারি পেজ (১২৭.১ বিলিয়ন ডলার);
>>
>> ৮। বিল গেটস (১২২.৯ বিলিয়ন ডলার);
>>
>> ৯। সের্গেই ব্রিন (১২১.৭ বিলিয়ন ডলার) এবং
>>
>> ১০। স্টিভ বলমার (১১৮.৮ বিলিয়ন ডলার)।
>>
>> তবে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স বলছে, মাস্ক এখনও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ ১৯৯ বিলিয়ন ডলার। এই তালিকায় ১৮৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ইলন মাস্কের পরেই রয়েছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। আর ১৮৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট।