ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৩:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 9, 2024 - 4:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:“নারীর সমঅধিকার, সমসুযোগ-এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার৷

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, মহিলা বিষয় কার্যালয়ের হিসাব রক্ষক শিবু চন্দ্র নাথ, পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর দিলু আক্তার, ইয়াসমিন আক্তার, কারিতাসের কর্মকর্তা গৌরী ভট্টাচার্য, নীলুফার আক্তার প্রমুখ।

সঞ্চালনা করেন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক সুবর্ণা বড়ুয়া। সভায় বক্তারা বলেন, নারীদের এগিয়ে নিতে সমাজের সকল স্তরের মানুষের যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। নারীরা এগিয়ে গেলে এগিয়ে যাবে সমাজ, এগোবে দেশ। তাই নারী বান্ধব সমাজ প্রতিষ্টার তাগিদ দেন বক্তারা। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়।