রাঙ্গুনিয়ায় রহমানিয়া জব্বারিয়া স্মৃতি বৃত্তি’র পুরস্কার বিতরণ
রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়ায় রহমানিয়া জব্বারিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা ও পুরস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোয়াজারহাটের একটি হলরুমে শনিবার (৯ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়েছে৷ রাঙ্গুনিয়ার মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বদি আহমদ চৌধুরীর পৃষ্টপোষকতায় গেল তিন বছর ধরে এই বৃত্তি পরীক্ষা নেয়া হচ্ছে। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা গ্রহণ শেষে ৩৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আজিজুল হক নঈমী। প্রধান অতিথি ছিলেন মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রাপ্ত সিনিয়র শিক্ষক মাওলানা মতিউর রহমান। উদ্বোধক ছিলেন উপজেলা যুব লীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী।
শিক্ষক মো. মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা দিদারুল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মদ জাকের, মাওলানা মর্তুজা সিকদার, এনামুল হক চৌধুরী, শওকত হোসেন চৌধুরী, হাফেজ মুহাম্মদ সোহেল প্রমুখ। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।