ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:২৮ অপরাহ্ন

কেরানীগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 12, 2024 - 7:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 31 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্য আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে আজ দুপুরে মডেল থানার কলাতিয়া বাজারে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দোকানে দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা না থাকায় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি রাজীব দত্ত, কলাতিয়া ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সম্পা বেগম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ুবী বলেন, একশ্রেণীর অসাধু ব্যবসায়ী যেন নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের কাছে বিক্রি করতে না পারে সেজন্য এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে দক্ষিণ কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর বাজারে দ্রব্য পূর্ণ নিয়ন্ত্রণে ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

কেরানীগঞ্জের আদর্শ সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং দুইটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে অন্য আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ,উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বেঞ্চ সহকারি মোঃ খোরশেদ প্রমূখ।