ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৫৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণপিটুনিতে চার ডাকাত নিহত, ২ জনকে হাসপাতালে ভর্তি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 18, 2024 - 2:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুরের বাগরী এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে গ্রামবাসীর গনপিটুনিতে ডাকাত দলের চার সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে দুইজন লাশ রাতে উদ্ধার করা হয় ও সকালে আরও দুইজনের লাশ উদ্ধার করে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো ২ জনকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। রোববার মধ্যে রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় কখনো পাওয়া যায়নি, আহতরা হলেন, আড়াইহাজারের মাহমুদ ও সোনারগাঁয়ের জাকির হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত একটার দিকে বাগরী গ্রামের বিলে পাড়ে আট থেকে দশ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্য অবস্থা নেয়। এসময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে ছুটে গিয়ে গ্রামবাসীকে খবর দেয়। পরে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ডাকাতদের ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে বিলে ঝাঁপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও দুই ডাকাত দলের সদস্যকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয়দের দাবি এ গ্রামে একাধিকবার ডাকাতির ঘটনায় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে। আর এতে গ্রামবাসী ডাকাতদের উপর ক্ষুব্ধ ছিলো।

সোনারগাঁয়ের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসাইন জানান, রাতে নিহত দু্ইজনের মরদেহ উদ্ধার করা হয়। সকালে গ্রামের চর থেকে আরও দুই জনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত ডাকাত দলের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগরী গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় সোমবার সোনারগাঁ থানায় মামলা হবে বলে জানান তিনি।

এদিকে চারজনোর মৃত্যুর ঘটনায় এখনো তাদের স্বজনরা পরিচয় সনাক্ত করতে আসেনি।