ঝালকাঠিতে রেডলাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার ও নগদ অর্থ বিতরণ
কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি প্রতিনিধি ঃ পবিত্র রমজান উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে রেডলাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুদাবি প্রবাসী মো.সিফাতুল্লাহ’র পক্ষ থেকে ৫’শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং ২০টি মসজিদ ও পাঁচ জন অসহায় ব্যক্তির মাঝে নগত পনেরো লাখ টাকা বিতরণ করা হয়েছে।
২২মার্চ শুত্রুবার সকাল ৯ টায় উপজেলার পুটিয়াখালি আরুয়া মাদ্রাসা মাঠ প্রঙ্গণে সিফাতউল্লাহ’র নিজ অর্থায়নে প্রতিবছরের ন্যায় এ বছর ও ইফতার সামগ্রী সহ অর্থ বিতরণ করা হয়।
এ সময় সামাজিক সংগঠন রেডলাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাৎ মির, সিফাতুল্লাহ’র পিতা মো ঃ খলিল , মুফতি শিহাব বিন আনসারী, মোঃ জামাল,দবির মির, মেহেদী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিদাভোগী ৫ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।