রাঙ্গুনিয়ার যুব ও ছাত্র সমাজকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন
রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের যুব ও ছাত্রসমাজকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তরুণ আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন তালুকদার।
শনিবার (২৩ মার্চ) উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রায় ৪’শতাধিক মানুষকে নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা, রাঙ্গুনিয়া উপজেলা ও ইউনিয়নের যুব ও ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ইউসুফ।