ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরাজগঞ্জে গ্রামীণ ফ্রেন্ডস কোম্পানি সপ্তাহব্যাপি পিঁয়াজ পণ্য ২৩ টাকা কেজি দরে বিক্রীর শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 18, 2020 - 9:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 179 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃঃ সিরাজগঞ্জের গ্রামীণফ্রেন্ডস লিমিটেড কোম্পানি (একটি অনলাইন সপ)’র উদ্যোগে শহরের এম,এ মতিন রোড চান্দ আলী মোড় এলাকায় সপ্তাহব্যাপী পিঁয়াজ প্রতিকেজি মাত্র ২৩ টাকা দরে বিক্রি শুরু মেলা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৮ হতে বিকেল ৫ টা পর্যন্ত সপ্তাহব্যাপি প্রতিদিন এ পিঁয়াজ মেলা চলবে। টিসিবি কর্তৃক মিশরের হতে আমদানিকৃত উন্নতমানের এ পিঁয়াজ গ্রাহক সহজভাবে গ্রামীন ফ্রেন্ডস লিমিটেড কোম্পানির মাধ্যমে ক্রেতাগণ ক্রয় করতে পারছেন। গ্রামীণ ফ্রেন্ডস কোম্পানি লিমিটেডের ই- কমার্স ম্যানেজার মামুন সালমান, ম্যানেজার এ্যাডমিন মোঃ সাইফুল, সহকারি ষ্টোর ইনচার্জ সজিব রহমান, মার্কেটিং অফিসার মেলায় উপস্থিত ছিলেন। তারা জানান, চাল,ডাল, তৈল সহ নিত্য প্রয়োজনীয় যে কোন পণ্য কিনতে ভিজিট www. grameenfriends.com আর গ্রামীণ অ্যাপস্ ডাউনলোড করুন।