ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঝালকাঠিতে আবারও চেয়ারম্যান প্রার্থী খান আরিফুরে সমর্থরা হামলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 18, 2024 - 3:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার

ঝালকাঠি প্রতিনিধিঃআবারও ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানের আনারস প্রতীকের সমর্থকরা হামলা চালিয়ে আহত করেছে নুরুল আমিন খান সুরুজের কাপ পিরিচ প্রতীকের সমর্থকদের।

শুক্রবার (১৭ মে) রাতে সদর উপজেলার ধানসিঁড়ি গাবখান ইউনিয়নের গাবখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে নারী-পুরুষ শিশুসহ ৭জন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

নুরুল আমিন খান সুরুজের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনারস প্রতীকের পক্ষে প্রচার প্রচারণায় অংশগ্রহণ না করে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করায় খান আরিফুর রহমানের আনারস প্রতীকের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। লাঠিসোটা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি বেধরক পিটুনি শুরু করে। এতে জাকির তালুকদার (৪৫), মনির তালুকদার (৩৫), বাপ্পারাজ (২৮), সুমি বেগম (২৬), জাকারিয়া (৩) সহ ৭ জনকে আহত করে তারা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহত মনির তালুকদার ও জাকির তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। বাকিদের সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এর আগে গত ১৪ মে আমাদের একটি নির্বাচনী অফিস ভাংচুর করেছে তারা।

এবিষয়ে চেয়ারম্যান প্রার্থী কাপ পিরিচ প্রতীকের নুরুল আমিন খান সুরুজ বলেন, আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী খান আরিফুর রহমানের আনারস প্রতীকের সমর্থকরা হামলা চালিয়ে আমার কর্মীদের আহত করেছে। খবর শুনে হাসপাতালে চলে এসেছি। আনারস প্রতীকের পক্ষে কাজ না করলে বাড়ি ঘর ছাড়া করার হুমকি দিচ্ছে আমার নেতাকর্মীদের তারা। এমন পরিস্থিতি তারা তৈরি করেছে যার জন্য আমি সকালে বাসা থেকে বের হওয়ার আগে দোয়া কালাম পরে বের হই। কারণ আমি যে কোন সময় মারা যেতে পারি, যে কোন সময় আমার জানাজা হতে পারে। আবার হাসপাতালেও থাকতে পারি।

অভিযোগ অস্বীকার করে খান আরিফুর রহমান বলেন, আমি সেখানে ছিলাম না। কারা এ হামলা করেছে তা আমি জানি না।

এবিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের দেখতে আমি হাসপাতালে গেছিলাম। এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ, গত মঙ্গলবার (১৫ মে) রাতে শহরতলীর কীর্ত্তিপাশা মোড়ের দোয়াত কলম প্রতীকের এক নির্বাচনী প্রচারণা সভায় চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানসহ তার নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ি ভাংচুর করেছে খান আরিফুর রহমানের আনারস প্রতীকের সমর্থকরা। এতে তিন গণমাধ্যম কর্মীসহ আহত হয়েছেন অন্তত ২০জন।

দ্বিতীয় ধাপে ঝালকাঠি সদরের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দোয়ত কলম প্রতীকের সুলতান হোসেন খান জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান। এছাড়া আনারস প্রতীকে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমান। অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন কাপ-পিরিচ প্রতীকের জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন খান সুরুজ। আগামী ২১ মে দ্বিতীয় ধাপের এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন জেলা সদর উপজেলা পরিষদ ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।