ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় দলিল লেখক সমিতির সভাপতি লতিফ, সম্পাদক পিন্টু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 20, 2024 - 10:59 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘা উপজেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ আব্দুল লতিফ ও সাধারন সম্পাদক হিসেবে মোঃ শাহিনুর রহমান পিন্টু কে নির্বাচিত করা হয়।

কমিটি গঠন উপলক্ষে সোমবার (২০ মে) সকালে দলিল লেখক সমিতির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুল লতিফকে সভাপতি ও মোঃ শাহিনুর রহমান পিন্টু কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দলিল লেখকরা।

এ সময় উপজেলা দলিল লেখক সমিতির সদস্যদের পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বলেন , ‘বিগত দিনে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে থাকাকালিন অবস্থায় দলিল লেখকদের দলিল লেখার ক্ষেত্রে স্বচ্ছতা ও তাদের অধিকার এবং সমিতির অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বাত্মক চেষ্টা করেছি। তাই হয়তো আগামী দিনের জন্য সকলে মিলে আমায় নির্বাচিত করছেন। আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’