শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা
কেরানীগঞ্জে (ঢাকা)প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতির জোটের উদ্যোগে রয়েল কমিউনিটি সেন্টারে আজ দুপুর ১২টায় শেখ হাসিনা ৪৪ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি আলহাজ্ব শাহ আলমের সভাপতিত্বে ও অনুপ কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর আলম মহাপরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ঢাকা। বিশেষ অতিথি আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ,আশারুল ইসলাম আশু কৃষি ও সমবায় সম্পাদক ঢাকা জেলা আওয়ামীলীগ।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মির্জা সাখাওয়াত হোসেন সিনিয়র সহ-সভাপতি বঙ্গমাতা সাংস্কৃত জোট । দক্ষিণ কেরানীগঞ্জে থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম প্রমুখ। অনুষ্ঠানে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করা হয়।