চেয়ারম্যান পদে হেট্টিক করলেন নুরুন্নবী চৌধুরী খোকন
মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ৪৭৭৩১ টি ভোট পেয়ে টানা তৃতীয় বার জয়ী হলেন বাংলাদেশে আওয়ামী লীগের ভূরুঙ্গামারী উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহীন শিকদার ভোট পেয়েছেন ৩৬৫৬২ টি।
ভাইস-চেয়ারম্যান (পুরুষ)পদে জনাব শাহজাহান আলী সোহাগ ৪৪০৫৮ ভোট পেয়ে এবং
ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে স্বাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ৪৮১২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।