অসামাজিক কার্যকলাপের দায়ে ইপিজেডে নারী-পুরুষ আটক ০২
মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর সিএমপি”র ইপিজেড থানাধীন এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অশ্লীল ও অসামাজিক কাজে লিপ্ত থাকাকালিন অবস্থায় আসামী সাগর আহম্মেদ (৪৫) ও রোমেনা আক্তার (৩২) দ্বয়দের গ্রেফতার করেন।
ইপিজেড থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ হোসাইন”র নির্দেশনায়,এসআই (নিঃ) মোঃ শাহ জাহান সাথে সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় মোবাইল-৫১ (দিবা) ডিউটিতে নিয়োজিত থাকা কালীন গত ৩০ মে ২০২৪; ১৯.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করিয়া আসামী সাগর আহম্মেদ (৪৫) ও রোমেনা আক্তার (৩২) দ্বয়দের অশ্লীল ও অসামাজিক কাজে লিপ্ত থাকাকালিন অবস্থায় গ্রেফতার করেন।
অভিযুক্তের নাম ও ঠিকানাঃ ১। সাগর আহম্মেদ (৪৫), পিতা-মৃত ইসহাক মৃধা, মাতা-আনোয়ারা বেগম, সাং-আধুনা, ওয়ার্ড নং ০৩, পোঃ সরিকল, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, বর্তমানে-১৪ নং কলোনী রোড, বেলাল এর কলোনী, রুম নং ০৩, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম।
২। রোমেনা আক্তার (৩২), পিতা-আলী হোসাইন, স্বামী-মৃত মোঃ ফারুক, সাং-মাঝিরকাটা গর্জনিয়া, আলী হোসাইনের বাড়ী, থানা-রামু, জেলা-কক্সবাজার, বর্তমানে-টেকের মোড়, কর্ণফুলী মডেল স্কুলের পাশে, হুজুরের বাড়ি, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।
উক্ত আসামীদ্বয়দের পুলিশ স্কটের মাধ্যমে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।