ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে দিন ব্যাপী ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 31, 2024 - 5:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:চতুর্থ ধাপে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে ভোট গ্রহন কর্মকর্তাদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পযন্ত দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব্য) সোহাগ চন্দ্র সাহা। এতে প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ( ফুলবাড়ী সার্কেলে) ফরহাদ হোসেন প্রমুখ।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলা নির্বাচনে ৬৩টি ভোট কেন্দ্রর জন্য ৭০ জন প্রিজাইডিং অফিসার, ৪৩৫জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮৭০জন পুলিং অফিসারকে এ প্রশিক্ষন প্রদান করা হয়েছে। আগামী ৫ জুন এ উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।