রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
রাকিব মাহমুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বৃক্ষ। মানবজাতির জন্য মহান সৃষ্টিকর্তা প্রদত্ত এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমাণ। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য।
প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও বৈশ্বিক উষ্ণতা মোকাবেলার লক্ষে আজ ৫ জুন বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উক্ত কর্মসূচীর উদ্ভোদন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট সাব্বির হোসাইন। এসময় তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপন করতেই হবে। পলিথিনের ব্যবহার কমিয়ে পাটপণ্যের ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ হতে হবে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করতে এখন থেকেই আমাদের সকলের সচেতন হওয়া উচিৎ।
একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের সচেতন হওয়া উচিৎ, আমি আশা রাখি এমন মহৎ কাজে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আসবে। শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, সারাদেশের সকল শিক্ষার্থীদের উচিৎ গাছ লাগানো কর্মসূচিতে অংশগ্রহণ করা। নিজে সচেতন হওয়া নিজের আশেপাশের মানুষজনদের মধ্যে সচেতনতা তৈরি করা।
এছাড়া উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের জেনারেল সেক্রেটারি গোলাম সাব্বির সাইফ, জয়েন সেক্রেটারি ফায়েজুর রহমান ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।