ময়মনসিংহের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেলেন যারা
ময়মনসিংহ প্রতিনিধি:বুধবার ৫জুন প্রশাসনের কড়া নিরাপত্তায় সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে চতুর্থ ধাপে ময়মনসিংহের তিন উপজেলায় নির্বাচন ।
এর মধ্যে নান্দাইল থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহাম দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৬হাজার ৪৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক ভূইয়া আনারস প্রতীক নিয়ে ২৯হাজার ৫৮৭ ভোট পেয়েছেন।
ভালুকায় উপজেলায় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৪৮হাজার ৬৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪হাজার ১৬৯ ভোট। এ ছাড়া গফরগাঁও উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন বাদল ৭১হাজার ৩০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য আবুল হোসেন (দিপু) ঘোড়া প্রতীক নিয়ে ১৯ হাজার ৭৪৫ ভোট পেয়েছেন।
বুধবার (৫জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক। তিনি জানান, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ।
জেলা রিটার্ণিং কর্মকর্তস জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোট করতে কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার বাহিনী নিয়োজিত করার পাশাপাশি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং র্যাব ও বিজিবি টহলরত থেকে দায়িত্ব পালন করেছে । তিন উপজেলার সব এলাকায় সাদা পোশাকে পর্যাপ্ত গোয়েন্দা সংস্থার লোকজন দায়িত্বে ছিলো। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দ্বায়ে নির্বাচন কমিশন আইন অনুসারে আইন ভঙ্গকারীদের কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটগণ।