ঢাকা | জানুয়ারী ৬, ২০২৫ - ৬:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সি,এম,বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 6, 2024 - 3:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃনড়াইলের নড়াগাতী থানার চাপাইল মুলশ্রী বাগুডাঙ্গা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৫ জুন (বুধবার) দুপুরে স্কুল চত্বরে ২০২৪ সালের এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় এ প্লাস পাওয়া তিন শিক্ষার্থীসহ ৫২ জনকে সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া জিপিএ ৫ পাওয়া তিন জনকে বইও উপহার দেওয়া হয়।

বাংলা বিষয়ের সিনিয়র শিক্ষিকা শার্মিলা আক্তার ও খান আজিজুর রহমানের সঞ্চালনায় ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বাইজিদ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র স্কুলের শিক্ষকবৃন্দসহ অভিভাবক ইকবাল হোসেন, শিকদার কোমর উদ্দিন, চৌধুরী নাজমুল ইসলাম ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মাহফুজা খাতুন, পহরডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন হিরু, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী মোল্যা, শামসুল হক শেখ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মোল্যা ও ইউসুফ আলী শিকদারসহ অত্র স্কুলের শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে মোঃ বাইজিদ মোল্যা বলেন, ২০২৪ সালে আমাদের স্কুল থেকে ৫৩ জন শিক্ষার্থী এস,এস,সি পরীক্ষা দিয়ে ৫২ জন উত্তীর্ণ হয়েছে।

শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও লেখাপড়ায় মনোযোগী করতে সভাপতি হিসাবে আমিই প্রথম সংবর্ধনার আয়োজন করেছি এবং এ ধারা অব্যাহত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের ভাল ফলাফল ধরে রাখতে সকলকে রাজনীতির উর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানান তিনি। এ ছাড়া খুব শিঘ্রই চার তলা ভবনের কাজ শুরু হবে বলে জানান।