কমলগঞ্জে পশ্চিম কুমড়া কাপনে সার্বজনীন দূর্গাবাড়ীর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
রাজন আবেদীন রাজু মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পশ্চিম কুমড়নে দূর্গাবাড়ি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংকর লাল সাহা সভাপতি কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল দাস সাধারণ সম্পাদক কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদ, অরুন পাল, গবিন্দ পাল।
ও বর্তমান নৌকার কান্ডারী মেয়র জুয়েল আহমদ, এ ছাড়া আরও উপস্তিত ছিলেন ৮নং পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, মহিউদ্দিন তালুকদার, আব্দুল গাফফার, আহাদুর রহমান বুলু সহ সনাতনী নেতৃবৃন্দ।
উক্ত সবার সভাপতিত্ব করেন- জিতেন্দ্র পাল সভাপতি পশ্চিম কুমড়া কাপন দূর্গাবাড়ীর, সঞ্চালনায় – নিতাই পাল সাধারণ সম্পাদক পশ্চিম কুমড়া কাপন দূর্গাবাড়ী।