ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে নিবন্ধিত ২৭টি এতিমখানায় আড়াই কোটি টাকার অনুদানের চেক বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 30, 2024 - 11:04 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : 
দিনাজপুরের ফুলবাড়ীতে নিবন্ধনপ্রাপ্ত ২৭টি বেসরকারি এতিমখানায় দুই কোটি ৬৪ লাখ ৬ হাজার ২শ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (৩০জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় এর আওতায় উপজেলার নিবন্ধন প্রাপ্ত ২৭টি বেসরকারি এতিমখানার ১হাজার ৪৫৫জন শিক্ষার্থীর জন্য সমাজসেবা অধিদফতর ঢাকা কর্তৃক ক্যাপিটেশন গ্র্যান্ট জানুয়ারী ২০২৪ থেকে জুন মাস পর্যন্ত ২য় কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়।

উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কর্মকর্তা আখতারুজ্জামান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল। এতে ভাচ্যুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক হুদা, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দস, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,সাবেক জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান কামরু প্রমুখ।

উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, এতিম শিশুদের লালনপালনের জন্য বেসরকারিভাবে এতিমখানা গুলো পরিচালনা করে আসছে। উপজেলা সমাজসেবা কার্যালয় এর আওতায় উপজেলার মোট নিবন্ধন প্রাপ্ত ২৭ টি বেসরকারি এতিমখানায় ৩ হাজার ২০ জন শিক্ষার্থী রয়েছে। বেসরকারি এসব এতিমখানা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমাজসেবা অধিদফতর থেকে সরকারীভাবে সহযোগিতা প্রদান করা হয়,যা ক্যাপিটেশন গ্রান্ট নামে পরিচিত। বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দ সরকারের সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচির একটি উল্লেখযোগ্য অংশ। দরিদ্র এসব এতিম শিশুদের মানবসম্পদে পরিনত করাই ক্যাপিটেশন গ্রান্টের প্রধান উদ্দেশ্য।

নিবন্ধনপ্রাপ্ত বেসরকারি এতিমখানা গুলোর শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবং শিক্ষা প্রদানের জন্য এ আর্থিক সহায়তা করা হচ্ছে ।