ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর আব্বাস হাজী সড়কে সিসি ঢালাই সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 8, 2024 - 4:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদকঃ পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের বিশেষ বরাদ্দ ও স্থানীয়দের সহযোগিতায় রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ৬নং ওয়ার্ড আব্বাস হাজী সড়কের সিসি ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে ৩৯২ ফুট সড়কের ঢালাই কাজের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, স্থানীয় ইউপি সদস্য ফজলুল ইসলাম সেলিম, হাজী আবদুল জব্বার, মো. জসিম প্রমুখ।

যথাযত গুনগতমান বজায় রেখে সড়কের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা।

এদিকে দীর্ঘদিন অবব্যস্থপনা থাকার পর সড়কে সিসি ঢালাই হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।