ফুলবাড়ীতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের দায়িত্ব গ্রহন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে পূনঃনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানগন আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহন করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে উপজেলা পরিষদের সম্বনয় সভায় আনুষ্ঠানিক ভাবে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন দ্বিতীয় মেয়াদে ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রানী রায় দায়িত্ব গ্রহন করেন।
এসময় উপজেলা প্রশাসনে পক্ষে সন্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মুহাম্মাদ আল কামাহ তমাল।
এর আগে নেতা-কর্মিদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পন করে শ্রদ্ধা নিবেদন করেন দ্বিতীয়বার নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
দায়িত্ব গ্রহন ও সম্বনয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের পুনোরায় নবনির্বাচিত চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানগন। এ ছাড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৫ জুন ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুলকে বিপুল ভোটের ব্যাবধানে পরাজিত করে দ্বিতীয় ম্যায়াদে বিজয় অর্জন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ছাত্রেনতা আতাউর রহমান মিল্টন। একই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন মামুনুর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিউলী রানী। গত ৩ জুলাই তরা শপথ গ্রহন করেন,এর পর বৃহস্পতিবার সকালে তারা আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন।