ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর বাঘায় ৬০০ পিচ ইয়াবাসহ আটক ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 14, 2024 - 2:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

মোঃ রবিউল ইসলাম মিনাল: রিপোর্টার :রাজশাহীর বাঘায় ৬০০ পিচ ইয়াবাসহ রাজিব আলী (২২) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাঘা গাংপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ খায়রুল আলমের তত্ত্বাবধানে, জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি ডিবি) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই মোঃ আব্দুর রহিমসহ ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সাড়ে ৬ টার দিকে বাঘা থানার হরিরামপুর গাংপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় আলাউদ্দিন আলীর ছেলে মোঃ রাজিব আলী (২২) কে ৬০০ (ছয়শত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।