মির্জাপুরে আনন্দ টিভি ও আমার সংবাদ পত্রিকার সাংবাদিকের বাবার ইন্তেকাল
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রতিনিধি আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক মোঃ সানোয়ার হোসেনের বাবা ইন্তেকাল করিয়াছেন ” ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৬) বছর।
মরহুম আব্দুস সামাদ সিকদার উপজেলার বহুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। তিনি গতকাল বিকালে অসুস্থতা বোধ করলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেরে বাংলা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে রেফার করা হয়।
ঢাকা যাওয়ার পথে সাভারে পৌছালে সন্ধা ৭ টার দিকে হার্ট অ্যাটাক করলে সেখানেই তার মৃত্যু হয় । মরহুম আব্দুস সামাদ সিকদার স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার নামাজের জানাজা আজ সকাল ১০ টায় বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এবং জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হইয়াছে।