ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় মালবাহী ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আহত ২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 14, 2024 - 2:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদক:চট্টগ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন মারা গেছে। আহত হয়েছে আরো ২ জন। নিহত ব্যক্তির নাম মো. হোসেন (৫৫)। তার বাড়ি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দেওয়ান বাজার গ্রামে।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে চট্টগ্রাম রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি পেট্রোল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। জনপ্রতিনিধি,পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, সন্ধ্যার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় অটোরিক্সার চালক বিজয় কর্মকার (৪৭), যাত্রী মো. হোসেন (৪৭), অজ্ঞাতনামা ১ জনসহ ৩ জন আহত হয়। স্থানীয়রা গুরুতর

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. মো. বারেক বলেন, ” নিহত ব্যক্তির অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তিনি মারা যান। ”
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক মো. হেবজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে গাড়ী উদ্ধারের চেষ্টা চলছে।