ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বুড়িগঙ্গা নদীতে খেয়া পারাপার বন্ধ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 31, 2024 - 5:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ জামাত শিবির নিষিদ্ধের রায় ও ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিকে ঘিরে কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে সকল প্রকার খেয়া পারাপার বন্ধ থাকে। এতে রাজধানী ঢাকায় প্রবেশ করতে সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পড়তে হয়।

আজ বুধবার সকাল ৬ টা থেকে  বিকেল পর্যন্ত মাদারিপুর ঘাট,বরিশুর ঘাট, শামসুললা ঘাট, মান্দাইল ঘাট, জিনজিরা ফেরিঘাট,জিনজিরা ব্যাংকের ঘাট, থানাঘাট, বাশপোর্টটি ঘাট,আগানগর ঘাট, নবাসাধুঘাট,কালিগঞ্জ গুদারাঘাট ও তৈলঘাট সহ একাধিক ঘাট বন্ধ থাকে। এসব ঘাটে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মাঝিদেরকে জোরপূর্বক নৌকা বন্ধ রাখতে বাধ্য করে। এতে কেরানীগঞ্জ থেকে রাজধানীতে চলাচলকারী, ব্যবসায়ী, সাধারণ মানুষ, শ্রমিক ও অফিসগামী মানুষেরা চরম ভোগান্তিতে পড়ে। এছাড়া মিটফোর্ড হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে অসুস্থ রোগীদের নিয়ে যেতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খেয়া নৌকার মাঝিরা জানান, আওয়ামী লীগ,যুবলী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকে এই বলে হুমকি প্রদান করেন যে তারা নদীতে নৌকা চালালে তাদেরকে জামাত শিবি বানিয়ে নাপকতা মামলার আসামি বানানো হবে। এই ভয়ে তারা সারাদিন নৌকা পারাপার বাধ্য হয়ে বন্ধ রাখেন। এতে সব মাঝিরা সন্ধাবেলা আয় উপার্জন না করেই খালি হাতে বাসায় ফিরে যেতে বাধ্য হয়।আরেক আরেক নৌকার মাঝি বলেন, ঢাকায় কোনো সমাবেশ আসলেই আমাদের নৌকা বন্ধ করে দেয়। আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই। আমাদের উপর কেন এত অত্যাচার।