ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালির ব্রেসসিয়ায় প্রতিবাদ সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 31, 2024 - 4:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ : বাংলাদেশে কোটা আন্দোলনে অংশনেয়া শিক্ষার্থীদের গণহত্যা , নির্যাতন ও হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সভা ও সমাবেশের আয়োজন করে ইতালির ব্রেসসিয়াস্হত কমুনিতা ইতালো বেঙ্গোলেইজে ব্রেসসা। বাংলাদেশের চলমান শিক্ষার্থীদের আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থীও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ও আন্দোলন কে সমর্থন জানিয়ে ব্রেসসিয়ায় বসবাসরত শিক্ষার্থী , অভিভাবক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ব্রেসসিয়ার লারগো

ফরমেনতোনে সমাবেশে অংশগ্রহণ করেন। সে সময় বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার পুলিশ বাহিনী ও দলিও লোকজন দিয়ে দেশের মেধাবী শিক্ষার্থীদের গনহত্যা ও নির্যাতন চালিয়ে আগামী ভবিষ্যত প্রজন্ম কে ধংশ করে দিচ্ছে। এতে দেশ ক্ষতিগ্রস্হ হচ্ছে। দেশের মেধাবীদের হত্যা ও শিক্ষা ব্যাবস্হা ধংশের বিরুদ্ধে সোচ্চার প্রবাসে বসবাসরত

শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেনী পেশার মানুষ । সে সময় আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন ইতালো বেঙ্গালেজে ব্রেসসিয়ার সভাপতি শহীদ বুদ্ধিজীবী এম. বি. এম, আবদুর রহিম এর পুত্র সামুয়েল রাশিদ সহ শিক্ষার্থী , অভিভাবক , বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন ইতালিয়ায় সহ সিটি করপোরেশনের এক কর্মকর্তাসহ অনেকে।প্রতিবাদ সভায় বক্তারা শিক্ষার্থীদের হত্যা, গুম , নির্যাতন কারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি ও প্রশাসন দিয়ে হয়রানী বন্ধের দাবী জানান।