জয়পুরহাটে জেলা পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃজয়পুরহাটে দু’দিন ব্যাপী নারী ও পুরুষ দলের কাবাডি খেলার সমাপনী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে পৃথক পৃথক ভাবে চুরান্ত পর্বের কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
দু’দিন ব্যাপী এ খেলায় ৫টি নারী ও ৫টি পুরুষ দলের প্রত্যেকটিতে ৭৫ জন করে মোট ১৫০ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন।
চুড়ান্ত প্রতিযোগীতায় দু’টিতেই জয়পুরহাট সদর উপজেলা দল চ্যাম্পিয়ন ও পাঁচবিবি উপজেলা দল রানার্স আপ হয়।
পরে বিজয়ী ও রানার্স আপ দল ও প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী খেলোয়ারদের মধ্যে ট্রফি ও পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার নুরে আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদ্য পদোন্নতী প্রাপ্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোরশেদুল আলম লেবু প্রমখ।