মির্জাপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা, পুরস্কার প্রদান,প্রামাণ্যচিত্র পদর্শন ও পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের করে এবং পরে উপজেলা পরিষদ চত্তরের পুকুরে মাচের পোনা অবমুক্ত করা হয়। সে সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সফল মৎস চাষীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফারাহ নাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা শাহরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো.আরিফুর রহমান প্রমূখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।