সখীপুরে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা-আকাঙ্খার কার্যকর প্রতিফলন চাই’ এই দাবীকে সামনে রেখে সখীপুরে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ আগষ্ট) বিকেলে উপজেলার কালিয়ান পাড়ায় অবস্থিত গুড নেইবারস বাংলাদেশ সখীপুর (সিডিপি) কার্যালয়ে এ উপলক্ষে এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সিডিপি ম্যানেজার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আনোয়ার হোসেন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আবদুল্লাহ শাকের, সহকারী ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) ঝর্ণা খাতুন, স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান, সখীপুর অনলাইন নিউজের সম্পাদক সোহেল রজত প্রমুখ বক্তব্য দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নেইচার এন্ড পিচ ক্লাবের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।