ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোর বলদিপাড়া ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 12, 2024 - 5:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউপির ৪ নাম্বার ওয়ার্ডের বলদিপাড়া গ্রামের এক অটো চালককে জিম্মি করে টাকা ছিনতাই ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ সোমবার ১১টায় ভুক্তভোগি অটো চালক মুনসুর রহমান তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গতকাল রবিবার ১১ আগষ্ট অটো ভ্যান থেকে টেনে হেচড়ে জোরপূর্বক বাড়িতে নিয়ে গিয়ে ৩০০ টাকার ফাকা স্টাম্পে সহি করে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা স্টাম্পে বসায়।’ এ বিষয়ে অটো ভ্যান চালক মুনসুর বলেন, বলদিপাড়া গ্রামের নাসির উদ্দিনের আত্মীয় সজনসহ তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দেখিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে নাসিরের বাড়িতে ফাকা স্ট্যাম্পে ৩ লক্ষ ৭৫ হাজার টাকার সহি করে নেন এবং জোরপূর্বক ভিডিও ধারণ করে স্বীকারোক্তি নেন। নাসির বাড়িতে নিয়ে গিয়ে সে আমাকে এবং আমার ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জোর করে দড়ি দিয়ে বেধে রেখে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয়।

তিনি আরও জানান, তারপর নিরুপায় হয়ে আমার আত্মীয়-স্বজন বাসায় আসে এবং স্বাক্ষী হিসেবে প্রতিবেশী শফিকুল,বকুল,মুনজুর,রেজাউল,জামাল আলীকে সাথে করে ডেকে নিয়ে যাই। তারপর নাসিরের বাড়ি থেকে বিধ্বস্ত অবস্থায় আমাকে এবং আমার ছেলেকে তারা উদ্ধার করে। আমি বাসায় আসার পর অসুস্থ হয়ে পড়লে আমার আত্মীয়স্বজন তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি আরও জানান, এব্যাপারে তানোর থানা তানোর উপজেলা নির্বাহী অফিসারকে আমি লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু অভিযোগের অগ্রগতি নেই। এবং ওই অভিযোগ ডাকযোগে পুলিশ সুপার বরাবর আবার অভিযোগটি পাঠানো হয়। কিন্তুকয়েকদিন পার হলেও আমার অভিযোগের কোন সাড়া পাননি। তিনি বলেন আমি আইনের আশ্রয় নিলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে।

ভ্যানচালক মুনসুর আলী জানান, আমার হাত-পা বেধে রেখে মেরে ফেলার হুমকি দিচ্ছিল বারবার। তাই আমি ভয়ে আর কিছু বলি নাই। তিনি আরও জানান, দুপুর পার হয়ে গেলেও পানি খেতে চাইলে আমাকে পানি খেতে দেওয়া হয় নাই।

এ নিয়ে রাজশাহী মহনগর পুলিশের মিডিয়া মুখপাত্র জমিরুল ইসলাম জানান, ঘটনাটি তার জানা নেই। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনে মামলা করা হবে বলেও জানান তিনি।