জাহাংগীর হোসাইন মানিক তিনি পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠন দখিনের কবিয়ালের সভাপতি এবং জাতীয় দৈনিক আজকালের খবরের
পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি পটুয়াখালী জেলা প্রেসক্লাবে একজন সক্রিয় সদস্য হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন তিনি।
বুধবার(১৪ আগস্ট) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষে পুরষ্কারের নগদ পঞ্চাশ হাজার টাকার চেক জাহাংগীর হোসাইন মানিকের হাতে তুলে দেন উপকূলীয় বন বিভাগ,পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর জোনের রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী ও জাহাংগীর হোসাইন মানিকের স্ত্রী মোসাঃ ফাতেমা বেগম।
জাহাংগীর হোসাইন মানিক জানান, ২০১৫ সাল থেকে প্রথমে স্বল্প পরিসরে ও পরবর্তীতে ব্যাপক আকারে বৃক্ষরোপণ ও বাগান সৃজন কার্যক্রম শুরু করেন এবং সমন্বিত কৃষি খামার গড়ে তোলেন। বর্তমানে তাঁর খামারে বিলুপ্তপ্রায় ও দুর্লভ প্রজাতির বিভিন্ন গাছ রয়েছে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার-২০২৩ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ আমার এই প্রাপ্তিতে গর্বিত।
তিনি আরো বলেন,তাঁর স্ত্রী স্বাস্থ্য কর্মকর্তা মোসাঃ ফাতেমা বেগমের সার্বিক সহযোগিতায় অত্যন্ত নিবিড়ভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।
এই পুরস্কার প্রাপ্তি আমাকে অনেক বেশি অণুপ্রাণিত ও উৎসাহিত করেছে। এটি অন্যদের জন্যেও অনুপ্রেরণা হতে পারে।
গত ২৫ জুলাই ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ ও নগদ অর্থ প্রদানের কথা থাকলেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়ে উঠেনি।