বিদ্যুতের খুটি থেকে পড়ে মধ্যপাড়া খনির এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:বিদ্যুতের কাজ করার সময় খুটি থেকে পড়ে গিয়ে নাদিম মাহমুদ (৩৩) নামে মধ্যপাড়া পাথর খনির এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে খনির অভ্যান্তরে বিদ্যুতের খুটিতে উঠে বিদ্যুতের লাইন মেরামতের সময় পা পিছলে এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে জানাযা নামাজ শেষে নিজ গ্রামে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
ঘটনা নিশ্চিত করেছেন মধ্যপাড়া পাথর খনির ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মুহম্মদ ফরিদুজ্জামান।
নিহত শ্রমিক নাদিম মাহমুদ পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া পলিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও মধ্যপাড়া পাথর খনির ক্যাজুয়াল শ্রমিক।
খনি সুত্রে জানা গেছে, তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগে ক্যাজুয়াল শ্রমিক নাদিম মাহমুদ ইলেক্ট্রি মিস্ত্রি হিসেবে খনিতে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বিদ্যুতের খুটিতে উঠে মেরামতের কাজ করার সময় মই থেকে হঠাৎ পড়ে যায়।এতে নাদিম মাহমুদ গুরুতর আহত হলে, তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৮ টায় তার মৃত্যু হয়।
মধ্যপাড়া পাথর খনির ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মুহম্মদ ফরিদুজ্জামান ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তির পরিবারকে সরকারি নিয়মানুসারে ক্ষতিপূরণ দেয়া হবে।