ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে ওবামা, হ্যারিসকে নির্বাচিত করে ইতিহাস সৃষ্টির আহ্বান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 22, 2024 - 3:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ শিকাগো,২১ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক): সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার জন্যে ‘প্রস্তুত’।
শিকাগোয় ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনে মঙ্গলবার ওবামা এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘কমলা হ্যারিসও প্রেসিডেন্ট হওয়ার জন্যে প্রস্তুত। তিনি এমন এক ব্যক্তি যিনি তার পুরো জীবন কাটিয়েছেন সে সব জনগণের জন্যে, যাদের একটি কণ্ঠস্বর প্রয়োজন।’
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ডেমোক্রেট দলের প্রার্থী।
তাকে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড  ট্রাম্পকে মোকাবেলা করতে হচ্ছে।বারাক ওবামা বলেছেন, ”যদি আমরা সবাই আগামী ৭৭ দিন আমাদের কাজ করি, এমনভাবে কাজ করি, যা আগে কখনো করিনি, তাহলে আমরা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসাবে দেখব।”তিনি আরও বলেন, ‘আমাদের এমন নেতাকে নির্বাচিত করা উচিত, যিনি যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবেন। একসঙ্গে আমরা একটা আরো নিরাপদ, ন্যায়ের ভিত্তিতে চলা, সকলের সমান অধিকার ও স্বাধীনতায় বিশ্বাসী দেশকে গড়ে তুলতে পারব।”

এ সময় সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ট ট্রাম্পের সমালোচনা করে ওবামা বলেন, ‘একজন ৭৮ বছর বয়সি ধনকুবের যিনি শুধু চক্রান্তের অভিযোগ করে যান, কমলা হ্যারিসের কাছে হারার ভয়ে যিনি প্রতিদিন অভিযোগ করে যাচ্ছেন।’

ওবামার অভিযোগ, ‘ট্রাম্প বিভাজনের রাজনীতি করেন। যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরির জন্য তার আর চার বছর সময় দরকার। ট্রাম্প মনে করেন, তাকে যারা সমর্থন করে, তারা আসল আমেরিকান, বাকিরা বহিরাগত। এটা রাজনীতির সবচেয়ে পুরোনো কৌশল। কিন্তু তার এই কৌশলে কাজ হবে না। আমরা তাকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আরো চার বছর সময় দিতে পারি না।’

ভাষণে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসা করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।