ফুলবাড়ীতে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ হল রুমে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত স্বরণ সভায় উপজেলা বিএনপি’র সাংগঠনকি সম্পাদক জুলফিকার আলীর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবিউল ইসলাম এর
সভাপতিতত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র উপদেষ্টা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হক নাজিম, সহ-সভাপতি সহকারি অধ্যাপক কায়ছার পারভেজ নান্নু, সহ-সভাপতি আবু ফরহাদ বাচ্চু,সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর আবুল বাশার প্রমুখ।
এসময় উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন লিটন, ছাত্রদের আহবায়ক জিয়াবুর রহমানসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ বর্ণাদুর্গতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।