রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উস্কানীমূলক স্লোগান
রাঙ্গুনিয়া প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান ও সোস্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়া উপজেলার আমীর হাসান মুরাদ ও সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন। শনিবার (১৪ সেপ্টেম্বর) অফিস সেক্রেটারি আবু নাফিস সাক্ষরিত জামায়াতে ইসলামীর প্যাডে এই নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তারা জানান, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে অবগত হয়েছেন যে, জামায়াত নেতাকর্মীগণ যখন দেশগঠনে ব্যস্ত তখন গত ৩১আগস্ট, ২০২৪ইং শনিবার ওলামালীগ, ছাত্রলীগ, যুবলীগের কয়েকজন পতিত স্বৈরাচারীর দোসর একটি অরাজনৈতিক সংগঠন ‘আহলে সুন্নত ওয়াল জামায়াত’র ব্যানারে আরো কিছু সরলমনা দ্বীনপ্রিয় মুসলিম ভাইদের সাথে নিয়ে বিনা উস্কানিতে রাণীরহাট আল আমিন হামিদিয়া ফাযিল মাদরাসা প্রাঙ্গণে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে এবং “ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর”, জামায়াত শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও” জাতীয় সন্ত্রাসী স্লোগান দেয়।
এছাড়া উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দিয়ে স্থিতিশীল পরিবেশকে অশান্ত করার ও আওয়ামী প্রেতাত্মাদের সন্ত্রাসী কার্যক্রমে সুবিধা পাইয়ে দেয়ার অপচেষ্টা চালায়।
এটার পরপর ১২ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার রাংগুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত দ্বীনি প্রতিষ্ঠান তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আভ্যন্তরীণ একটি ঘটনাকে কেন্দ্র করে কুচক্রী মহলটি আবারও জামায়াত-শিবিরকে জড়িয়ে সোস্যাল মিডিয়ায় পোস্ট করে। এতে সরলমনা মুসলিম জনগোষ্ঠী ও এলাকাবাসী বিভ্রান্ত হয়।
এসব ঘটনায় নেতৃবৃন্দরা যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা তাদের এহেন কার্যক্রমের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। আবারও তারা এমন কর্মকাণ্ড প্রদর্শন করলে আমরা আইনী ব্যবস্থা নিতে বাধ্য হবো। সাথে সাথে নেতৃবৃন্দরা রাঙ্গুনিয়ার আইনশৃঙ্খলা বাহিনিকে উক্ত ঘটনাদ্বয়ের যথাযথ তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন।