ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন
কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইন- ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার /সমমান পদে কর্মরতদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।
আজ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র -পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ও সদস্য সচিব
মোঃ মিরাজ হোসেন লিখিত বক্তব্য বলেন,১৯৯৪সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১৬৪ নং প্রজ্ঞাপন প্রকাশিত হয়। এই মন্ত্রনালয়ের অধীনে উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ করা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য কয়েক ধাপ নিচে নিয়োগ দেওয়া হচ্ছে যা সম্পূর্ণ বৈষম্যমূলক।
সকল ডিপ্লোমাধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেডে বাস্তবায়নের জন্য গত ১১ সেপ্টেম্বর ৬৪ টি জেলার জেলা প্রশাসকের ও প্রদান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। ১৯৯৪ সালের ১৯ শে নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নং প্রজ্ঞাপনের বাস্তবায়নের তথা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন বৈষম্য দূরীকরণ এবং দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন করার জন্য দাবি জানাচ্ছি।