পত্নীতলায় কিশোর-কিশোরীদের মাঝে পোশাক ও সনদ বিতরন
মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আওতাধীন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সদস্য কিশোর-কিশোরীদের মাঝে ২০২৪ সালের পোশাক ও ২০২৩ অর্থ বছরের কিশোর-কিশোরীদের মাঝে সনদ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ পপি খাতুন কিশোর-কিশোরীদের হাতে পোশাক ও সনদ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, কৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ প্রমুখ।