কুলাউড়ায় বন্যার্তদের মাঝে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ সম্পন্ন
কুলাউড়া প্রতিনিধি – মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জেলার প্রাক্তন রোভার স্কাউটের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
২০ সেপ্টেম্বর শুক্রবার জেলার প্রাক্তন রোভার স্কাউট দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামভের সভাপতি মোঃ ইকবাল হোসেন পাবেল, প্রাক্তন রোভার সোহেল রানা ও রুমন আহমেদ এর পরিচালনায় এবং জেলা রোভারের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহমেদ উজ্জল এর তত্ত্বাবধানে ২৫ জনের একটি স্বেচ্ছাসেবক দলের সহায়তায়
সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে ৩২০ জন নারী-পুরুষ এবং ১৪৫ জন শিশুকে প্রাথমিক স্বাস্থ্য সেবায় ও ঔষধ সহায়তা প্রদান করা হয়।
বিনামূল্যে সেবাদানে অংশ নেন উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ডা: আবুল হাসনাত,
ডা: কাজী দেলোয়ার আহমেদ (ডি.এম.এফ)।
ক্যাম্পেইন এ সার্বিক সহযোগিতায় ছিলেন ১২নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম জিমিউর রহমান, ইউপি সদস্য মোঃ সেলিম আহমেদ চৌধুরী , হাজী আব্দুল মতিন
সদস্য এবং লংলা শতাব্দী রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ স্কাউট লিডার ও সম্পাদক মিজান রাহমান।
উল্লেখ্য যে ক্যাম্পেইন বাস্তবায়নে মৌলভীবাজার জেলার প্রাক্তন রোভারবৃন্দ কেন্দ্রবিন্দু মুক্ত স্কাউট মহাদলের সদস্যবৃন্দ, রংধনুর সাতরং এর সদস্যগন এবং লংলা শতাব্দী রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট ও রোভাররা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।