সখীপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
শরিফুল ইসলাম বাবুল, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা ১১টার দিকে সখীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।টাঙ্গাইলের সখীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে এ মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে। বর্তমানে প্রাথমিক শিক্ষকদের বেতন খুবই কম উল্লেখ করে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় তাঁরা প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন না হলে সারা দেশের শিক্ষকেরা একযোগে আন্দোলনে নামার হুমকি দেন।
মানববন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খুরশীদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু, শরিফুল হক মোজাম্মেল, আনোয়ার কবির, নাজমুল তালুকদার, মুক্তি আক্তার, ইয়াসমিন আরা প্রমুখ বক্তব্য দেন। এ সময় উপজেলার ১৪৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধনে অংশ নেন।